মুক্তি পেল বিএমএস প্রযোজিত ‘এলে But গেলো না’ এর দ্বিতীয় পর্ব ‘আবার ফিরে এলো’।
যদি প্রথম এবং দ্বিতীয় এপিসোড দুটির মধ্যে তুলনা করা হয় তাহলে দ্বিতীয় এপিসোড টিকে আমরা অনেক এগিয়ে রাখবো। দ্বিতীয় এপিসোডের চিত্রনাট্য, সংলাপ যথেষ্ট হাস্যকৌতুক মেশানো তবে সেটি যথেষ্ট বুদ্ধিদীপ্ত হাস্যকৌতুক। যেভাবে তারা চিত্রনাট্যটি সাজিয়েছেন এবং তার সাথে অভিনয় করেছেন পুরো ব্যাপারটাই খুব ভালোভাবে দর্শকের সামনে উপস্থাপিত হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো উন্মেষ গাঙ্গুলীর মুখে যে সমস্ত সংলাপ গুলো আমরা শুনতে পাই তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত হাস্যরসের প্রকারান্তর।
নকুল দার চরিত্রের উন্মেষ গাঙ্গুলী, ওমর চরিত্রে সৌমিত্র চ্যাটার্জী এবং দই এর চরিত্রে স্নেহা চাটার্জী সাবলীল অভিনয় করেছেন।
দ্বিতীয় পর্ব বা দুই নম্বর এপিসোড গায়িকা তারিশী মুখার্জীর গলায় গাওয়া গান ‘যদি তোর জন্য’ খুব সুন্দর ভাবে চিত্রনাট্যে সাথে মিশে গেছে এবং এটিকে অন্যমাত্রায় নিয়ে গেছে।
বেশ কয়েকটি নতুন চরিত্র এই এপিসোডটিতে সংযোজিত হয়েছে।
দ্বিতীয় এপিসোড টি প্রথম এপিসোড এর তুলনায় সব দিক থেকে বেশ পরিপাটি, স্বচ্ছ এবং হাস্যরসপূর্ণ হয়েছে।