ঋতব্রত-ঐশ্বর্য জুটির নতুন ছবি “বোধন”মুক্তি পেল “ক্লিক” ইউটিউব চ্যানেলে…..

ঋতব্রত-ঐশ্বর্য জুটির নতুন ছবি “বোধন”মুক্তি পেল “ক্লিক” ইউটিউব চ্যানেলে…..

কলমে:-অধ্যায় সাহা ✒️🧿

সম্প্রতি সায়ন বসু চৌধুরীর পরিচালনায় নতুন বাংলা শর্ট ফিল্ম “বোধন” মুক্তি পেল “ক্লিক” ইউটিউব চ্যানেলে। ঊনিশ মিনিটে একটি ছোট্ট প্রেমের গল্পকে পরিপাটিভাবে দেখানো হয়েছে । কিছুদিন আগেই বাঙালীর সবথেকে বড় উৎসব দুর্গাপুজো গেল। যার রেশ এখনও বেশ টাটকা রয়েছে লক্ষী পুজো,ভাইফোঁটা,দীপাবলীর মাঝে। আর এর মাঝেই “ক্লিক” এ মুক্তি পেল একটু ভিন্ন স্বাদের পুজোর প্রেমের গল্প “বোধন”।

গল্পের প্রধান চরিত্রে অভিনয়ে সবার প্রিয় ঋতব্রত মুখার্জিকে দেখা গেছে উজানের ভূমিকায়। উজান কর্মসূত্রে দিল্লীতে থাকে । তাই আর পাঁচজন বাঙালীর মত সেও ছুটি নিয়ে একান্নবর্তী পরিবারে, বাড়ির পুজোয় আনন্দ করতে এসেছে কলকাতায় । সঙ্গে তার বন্ধু অমিতকে নিয়ে। সেখানেই তার আলাপ হয় তার বৌদির ছোট পিসির মেয়ে উমার সঙ্গে । যদিও এই আলাপই তাদের প্রথম আলাপ ছিলনা । এর আগেও দাদার বিয়েতে তাদের আলাপ হয়েছিল। উমার চরিত্রে অভিনয়ে দেখা গেছে ঐশ্বর্য সেনকে ।

এখন বাঙালীর পুজো মানেই আড্ডা,প্রেম,মজা,লেকপুলিং ছাড়া অসম্পূর্ণ। আর সেইখানেই হল গন্ডগোল। বন্ধুদের কাছ থেকে পাওয়া ডেয়ার এর চক্করে পড়ে উজান। সঙ্গে জড়িয়ে পড়ে উমা। সেখান থেকে গল্প মোড় নেয় অন্যদিকে। সচরাচর আমাদের দেখা পুজোর প্রেমের গল্পের গুলোর থেকে একটু আলাদাধরণের গল্প “বোধন” । এখন অন্যধরনের গল্প বললাম কেনো???বা ডেয়ারে উমা-উজান জড়িয়ে যাওয়ার পরই বা কি ঘটল সেটা জানতে হলে “ক্লিক” ইউটিউব চ্যানেলে গিয়ে বাংলা শর্ট ফিল্ম “বোধন” দেখতে হবে।

দীপক মন্ডল ও প্রবীর মিত্রের প্রযোজনায় “বোধন” শর্ট ফিল্মটির কাহিনী ও চিত্রনাট্য সৈকত চক্রবর্তীর। ঋতব্রত মুখার্জী এবং ঐশ্বর্য সেন ছাড়াও অভিনয়ে রয়েছেন অশোক রায়,অভিষেক সরকার,তনুশ্রী মিত্র,শ্রেয়া মুখার্জী,পৃথা দাস,সমৃদ্ধ চ্যাটার্জী, অনিকেত হীরা,অঞ্জন বসু চৌধুরী ।

ইতিমধ্যেই “বোধন” ৪ হাজারেরও বেশি ভিউস অর্জন করে ফেলেছে। ভিন্ন স্বাদের পুজোর প্রেমের গল্প “বোধন” অনেক জনপ্রিয়তা পাক ,এমনটাই আশা রইল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x