ঢালিউডি ছবি ‘মায়াবতী’ ১৩ই সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফাজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, অরুনা বিশ্বাস, আব্দুল্লাহ রানা, অবিদ রেহান, তানভীর হোসেন প্রবাল, আগুন। এই ছবিটির গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন অরুণ চৌধুরী। এই ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এই ছবিটি প্রযোজনা করেছেন আনোয়ার আজাদ ফিল্মস্, অনন্য স্মৃতি অডিও ভিশন প্রোডাকশন। এই ছবিটির এডিটিং করেছেন শওকত আলী রানা। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন ফারিদ আহমেদ এবং চিরকুট। এই ছবিটির দায়িত্ব সামলেছেন তানভীর আনজুম। মায়াবতী ছবিটির গল্প ওমেন ট্রাফিকিং এর বিষয়। মায়া নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ার নিষিদ্ধপল্লীতে। সেখানে বেড়ে ওঠা সঙ্গীত গুরু খোদাবক্স এর সাথে তার গুরু-শিষ্যের সম্পর্ক ছিল এবং খোদা বক্স এর ব্যারিস্টার ছেলের সঙ্গে মায়ের প্রেম নিয়ে এই সংগীত নির্ভর ছবিটি মায়াবতী।
Subscribe
Login
0 Comments