বনি-ঋতিকা অভিনীত ‘লাভ স্টোরি’ ছবি পোস্টার আজ মুক্তি পেল। এই ছবিতে ‘রাজা রানী রাজি’ পর আবার বনি ঋতিকা জুটিকে একসাথে দেখা যাবে। এই ছবিটির পরিচালক রাজীব কুমার। এই ছবিটির প্রযোজনা করবেন সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড। এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অভিমুন্য মুখার্জি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি। ছবিটির পোষাক ডিজাইন করেছেন ঈশা থাক্বার। ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন গোপি ভগৎ এবং এডিটিং এর দায়িত্ব সামলেছেন সুজয় দত্ত রায়। এই ছবিটির মূলত লাভ স্টোরি হলেও এই ছবিতে অনেক টুইস্ট দর্শকরা দেখতে পাবেন। এই বনি ঋতিকার জুটি দর্শকরা বেশ পছন্দ করেন। বনি এবং ঋতিকা দুজনেই ‘বরবাদ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ করেছিলেন। এই ছবিটি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। লাভ স্টোরি ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি জীবনে আশা করা যাচ্ছে।
Subscribe
Login
0 Comments