বনি-ঋতিকা অভিনীত লাভ স্টোরি ছবির প্রথম গান ‘চুপি চুপি মন’ আজ মুক্তি পেয়েছে। অনেকদিন পর রোমান্টিক মেলোডি গান শুনে দর্শকদের মন অবশ্যই ছুয়ে যাবে। অনেকদিন পর একটি সফট রোমান্টিক গান আমরা শুনতে পেলাম। এই গানটি গেয়েছেন রাজ বর্মন এবং পরশ্মিতা পাল। এই গানটির লিরিক্স লিখেছেন ঋদ্ধি বড়ুয়া। গানটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি। অনেকদিন পর মেলোডি পূর্ণ এই গানটি সত্যিই ছবি থেকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। প্রত্যেকের কাছে অনুরোধ এই গানটা একবার অবশ্যই একবার শুনলে। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে হবে। যাত্রী ছবিটি পরিচালনা করেছেন রাজিব কুমার। এই ছবিতে প্রধান চরিত্রে বনি সেনগুপ্ত এবং ঋতিকা সেন কে দেখা যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রেশমি সেন, রজত গাঙ্গুলী, সুপ্রিয় দত্ত ,স্বাগতা বসু ,বুদ্ধদেব ভট্টাচার্য, পুষ্পেন্দু রায় প্রমুখ অভিনয় করেছেন। এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অভিমন্যু মুখার্জি। এই ছবিটির প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড। ছবিটি ক্যামেরার দায়িত্ব সামলেছেন গোপি ভগত। সম্পাদনার কাজ সামলেছেন সুজয় দত্ত রায় এবং পোশাক ডিজাইন করেছেন ঈশা থাক্বার।
Subscribe
Login
0 Comments