ব্র্যাড পিট অভিনীত ‘অ্যাড অ্যাস্ট্রা’ ছবিটি আগামী ২০ই সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করেছেন জেমস গ্রে। এই ছবিটির প্রযোজনা করেছেন ব্র্যাড পিট, টমি লী জন্স, ডেট গার্ডেনার, জেরিমি ক্লেইনার, জেমস গ্ৰে, অ্যান্থনি ক্যাটাগাস,রড্রিগো টেক্সিরা। এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জেমস গ্রে এবং এথান গ্ৰস। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন ম্যাক্স রিচার। এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্রাড পিট, টমি লী জোন্স, রুথ নেগা, লিভ টাইলার, ডোনাল্ড সাদারল্যান্ড।
Subscribe
Login
0 Comments