ব্রিটিশ অভিনেতা কমেডিয়ান রাসেল ব্র্যান্ড কে ‘ডেথ আন দ্য নাইল’ ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করবেন কেন্যাথ ব্রান্যাগ। এই ছবিটিতে আগাথা ক্রিস্টির লেখা বিখ্যাত উপন্যাস ‘ডেথ অন দ্য নাইল’ থেকে নেওয়া হয়েছে। এই ছবিটি একটি লাস্ট স্টোরিজ এখানে নীল নদীর তীরে এক ব্যক্তির রহস্যজনকভাবে মৃত্যু হয় এবং সেই মৃত্যুর তদন্ত কিভাবে পরিচালিত হয় এবং অপরাধী কে তা কিভাবে তদন্ত করে ধরা হয় এই ছবিটির মধ্যে দেখা যাবে। এই ছবিটির শুটিং সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে শুরু হবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মাইকেল গ্রীন। ছবিটি আগামী ২০ই ডিসেম্বর ২০২০ তে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments