বিখ্যাত ব্রিটিশ গায়িকা অ্যাডেল বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন। ২০১৭ সালে সিমন কোনেকির সাথে বিয়ে হয় হ্যালো খ্যাত এই জনপ্রিয় ব্রিটিশ গায়িকার। গত এপ্রিল মাস থেকে আলাদা থাকছিলেন অ্যাডেল এবং সিমন।৫ মাস পর অ্যাডেল বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। যদিও অ্যাডেল এবং সিমনের বিবাহবিচ্ছেদের প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে দু’জনের কেউই মিডিয়ার সামনে মুখ খোলেননি। ২০১৭ সালে এবং সিংহের বিয়ে হলেও ২০১২ সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় যার নাম অ্যাঞ্জোলে। ২০১৭ সালে বিয়ে হলেও বিয়ের কথা গোপন রেখেছিলেন এই দুজনে। গ্র্যামি পুরস্কার জেতার সময় অ্যাডেল সিমনকে স্বামী বলে সম্বোধন করেন।
Subscribe
Login
0 Comments