Can age be the measure of love ?? Or love is possible at any age without any hesitation ……. Zakaria Showkhin’s play “boyos kono byapar na” will tell that story ………

আচ্ছা বয়স কি শুধুই একটা সংখ্যামাত্র??নাকি বয়সের মাপকাঠিতেই একটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দিক গুলো বিচার করা যায়?? নাকি ভালোবাসাকে বয়স দিয়ে মাপা যায়????আসলে আমাদের বয়সটা বাড়লেও মনের বয়সটাকে বাড়তে দিলে চলবেনা।তবেই তো জীবনটাকে আমরা খোলামেলা ভাবে উদযাপন করতে পারবো। বয়সের দোহাই দিলেই জীবনটা সাদা-কালো হয়ে যায়।

সম্প্রতি এই বয়সের টানাপোড়েন নিয়েই তৈরি বাংলাদেশি নাটক “বয়স কোন ব্যাপার না” মুক্তি পেল সি.এম.ভি-র ইউটিউব চ্যানেলে। বহু মানুষই আছেন যাঁরা সারাজীবন ধরে পড়াশোনাকেই বা নির্দিষ্ট কোনো বিষয় বস্তুকেই নিজের জীবনের ধ্যান জ্ঞান মেনে জীবনটা অতিবাহিত করে এসেছেন । পৃথিবীটাকে উপভোগ করা হয়নি আর তাদের। তারপর অন্যদের সাথে মানিয়ে নিতে সমস্যা হয় তাদের। বিপুও এমনই একটি ছেলে। সারা জীবন ধরে পড়াশোনা করতে করতে বিয়ের বয়স পেরিয়ে গেছে তার। শেষ পর্যন্ত তার বিয়ে হয় খুবই অল্পবয়সী লাবনীর সাথে। বিয়ের রাতে লাবনী তাকে জানায় যে, সে তার প্রাক্তন প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিল। কিন্তু সে তাকে ঠকানোতে, তার পরিবারের কাছে বোঝা হয়ে ওঠে লাবনী ,আর তাই বেশি বয়সী বিপুর সাথে পরিবারের মানুষেরা বিয়ে দিতে রাজী না হলেও, সে নিজের ইচ্ছায় বিয়ে করে বিপুকে।

এরপর বিপু দিন দিন লাবনীর মনের মত হয়ে ওঠার চেষ্টা করতে থাকে এবং সফলও হয়। আসলে ভালোবাসা কখনই বয়সের নিরিখে মাপা যায়না। কিন্তু তারপরও তাদের জীবনে আসে সমস্যা। কিন্তু সেই সব সমস্যা উপেক্ষা করেও কিভাবে মধ্যবয়সী একটি ছেলে মন জয় করে ফেলে অল্পবয়সী লাবনীর মন সেটাই দেখানো হয়েছে এই নাটকে।জাকারিয়া সৌখিনের স্ক্রিপ্টে ও পরিচালনায় এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং কেয়া পায়েল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x