পরিচালক নিয়া দা কস্টা পরিচালিত ‘ক্যান্ডি ম্যান’ ছবিটি আগামী ১২ জুন ২০২০ তে মুক্তি পাবে। এই ছবিটিতে অভিনয় করেছেন নাথান স্টুয়ার্ট জারেট, কোল ম্যান ডোমিঙ্গো, জাইহা আব্দুল মাতিন টু, টিউনা প্যারিস। গল্পটি হচ্ছে এমন একটি জায়গা যেখানে বিখ্যাত সব কিংবদন্তীরা জন্ম গ্রহণ করতেন এবং যেখানে বর্তমানে শিকাগো শহরের গ্রীন হাউসিং প্রজেক্ট কোন একসময় দেখা গিয়েছিল। এই ছবিটি ১৯৯২ সালের ক্লাসিক হরর ক্যান্ডিমান ছবিটির রিমেক। এই ছবিটির গল্প লিখেছেন ও প্রয়োজনীয় করেছেন জর্ডান প্লি এবং উইন রসেনফেল্ড।
Subscribe
Login
0 Comments