পরিচালক গুইলেরমো দেল তোরোর পরবর্তী ছবিতে অভিনয় করবেন কেট ব্ল্যানচেট এবং ব্র্যাডলি কুপার। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার হতে চলেছে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন কিম মর্গ্যান এবংগুইলেরমো দেল তোরো। এই ছবিটি ১৯৪৬ সালে লেখা উপন্যাসিক উইলিয়াম লিন্ডসে গ্রেসামের নাইটমেয়ার অ্যালে থেকে নেয়া হয়েছে। এই ছবিটিতে একজন উচ্চাকাঙ্ক্ষী চোর এবং একজন মনস্তত্ত্ববিদ মিলে কিভাবে মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করে এবং পরবর্তীকালে এই চোরটিকে যখনই মনস্তত্ত্ববিদ ঠকাতে শুরু করে তখন পরিস্থিতি কি রকম জটিল আকার নেয় তা এই ছবিটির মধ্যে দিয়ে আমরা জানতে পারব।
Subscribe
Login
0 Comments