অক্ষয় খান্না অভিনীত ‘সেকশন থ্রি সেভেনটি ফাইভ’ ছবিটির ক্যারেক্টার পোস্টার আজ মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয় খান্না, রিচা চাড্ডা, রাহুল ভট্ট, এবং মীরা চোপড়া। এই ছবিটির পরিচালনা করছেন অজয় বাহল। এই ছবিটির প্রযোজনা করবেন কুমার মঙ্গল পাঠক অভিষেক পাঠক এবং এস.সি.আই. পি.এল। এই ছবিটিতে অক্ষয় খান্না এবং রিচা চাড্ডা কে আইনজীবী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি আগামী ১৩ই সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটির টিজার দর্শকদের ভালো লেগেছে এবং এই ছবিটি দেখার জন্য তাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
Subscribe
Login
0 Comments