‘চার্লিস এঞ্জেলস’ ছবিটির নতুন পোস্টার মুক্তি পেয়েছে।’চার্লিস এঞ্জেলস’ ছবিটি ভারতে ১৫ নভেম্বর মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করেছেন এলিজাবেদ ব্যাংকস্। এই ছবিটি প্রযোজনা করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ম্যাক্স হ্যান্ডেল ম্যান, এলিজাবেথ ক্যান্টিলন,ডগ বেলগ্ৰাড। এই ছবিটির গল্প লিখেছেন ডেভিড অবার্ন,ইভান স্পয়লটোপোলাস। এই ছবিটির চিত্রনাট্যও লিখেছেন এলিজাবেথ ব্যাঙ্কস। এই ছবিটি ইভান গফ বেন রবার্টসের লেখা চার্লস এঞ্জেলস উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টিওয়ার্ট নাওমি স্কট এলা বালিনস্কা এলিজাবেথ ব্যাঙ্কস, ডিজিমন হনসু , স্যাম ক্ল্যাফিন,নোয়া স্ট্যান্টিয়ানো, প্যাট্রিক স্টুয়ার্ট। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন ব্র্যায়েন টেইলার।
Subscribe
Login
0 Comments