সম্প্রতি হয়ে গেল পরিচালক অনীক দত্তের নতুন ছবি ‘অপরাজিত’ এর স্ক্রিপ্ট রিডিং সেশন। উপস্থিত ছিলেন ছবির দুই অভিনেতা আবীর চট্টপাধ্যায় ও সায়নী ঘোষ।

ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বল ব্যক্তিত্ব পরিচালক, সাহিত্যকার, সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়, এবছর তাঁর জন্মশতবার্ষিকী। অস্কারজয়ী এই পরিচালককে ট্রিবিউট জানতেই অনীক দত্তের নতুন ছবি ‘অপরাজিত’।

ছবির মুখ্য চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করবেন আবীর ও তাঁর স্ত্রীর চরিত্রে সায়নী। করোনা অতিমারীর কারনে পিছিয়ে গেছে এই সিনেমার শ্যুটিং।

তবে স্ক্রিপ্ট রিডিং এর সাথে সাথে চলছে লোকেশন খোঁজার কাজও। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করতে পারবেন বলে আশাবাদী ‘ভূতের ভবিষ্যৎ’ এর পরিচালক।