বিখ্যাত নিউজ অ্যাঙ্কার ওয়াল্টার ক্রোনকাইটের চরিত্রে অভিনয় করবেন ক্রিস পাইন। এই ছবিটির নাম ‘নিউজফ্লাশ’।এই ছবিটিতে দেখানো হবে নিউস এঙ্কার ওয়াল্টার কিভাবে আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি মৃত্যুর পর তার মৃত্যুর খবর শান্ত অথচ আবেগপ্রবণ গলায় বলে সকলের মন জয় করেন। এই ছবিতে মার্ক রুফেলো একজন টিভি প্রযোজক এর চরিত্রে অভিনয় করবে যার নাম ডন হিউইট। এই ছবিটির প্রযোজনা করছেন গ্রেগ সিলভারম্যান, অ্যাডাম কোলব্রেনার।
Subscribe
Login
0 Comments