অন্যতম সেরা অসাধারণ একটি শিক্ষণীয় নাটক।
ভালোবাসাতে বেশি কিছু লাগে না।একজন ভালো মনের মানুষ প্রয়োজন হয়।
নাটকে চুমকি একটি খুব সুন্দর দুষ্টু মিষ্টি মেয়ে।চুমকি তার কথা দিয়ে সবাইকে বোকা বানিয়ে দেয়,খুব সুন্দর গুছিয়ে কথা বোলতে পারে সে।চুমকি কি ভাবে তার কথা দিয়ে সবাইকে বোকা বানিয়ে দেয়? যানতে হলে অবশ্যই দেখুন ‘চুমকি চলেছে,
মহিদুল মোহিমের পরিচালিত “চুমকি চলেছে” মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মেহেজাবিন চৌধুরী,
খাইরুল বাসার,সহিদুল আলাম সাচ্চু,সমিমা নাজনিন আরো অনেকে ।
প্রযোজক এস কে শাহেদ আলী (সি এম ভীর )পক্ষ থেকে ।
নাটকের গান বাস্তব কথা গুলো সত্যি অসাধারণ ।
তারিখ বিদেশে থাকে কাজের জন্য। ওরা দুজন দুজনকে খুব ভালো বাসে। চুমকি জানতো বাইরের রুপটাই আজকাল সবাই দেখে। তাই সে খুব বড় কিছু ভুল করে বসে কিন্তু সে জানতো না যে সত্যি কারের ভালোবাসার জন্য এতো কিছুর প্রয়োজন হয় না। দরকার শুধু একটুখানি ভালোবাসার।
চুমকি তার বয়ফ্রেন্ডকে একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে।সে কখনো ভাবতেই পারেনি তার কিছু ভুলের জন্য তার ভালোবাসার মানুষটিকে সে হারিয়ে ফেলবে।কথায় আছে বিশ্বাস আর নিশ্বাস একবার চোলে গেলে আর ফিরে পাওয়া যায় না।
সত্যি কারের ভালোবাসতেও দুজনের মধ্যে বিশ্বাসটা থাকা খুব প্রয়োজন ।
এমন কি কোরে ছিল চুমকি যার জন্য তাদের সম্পর্ক ভেঙে গেল? যানতে হলে অবশ্যই দেখুন চুমকি চলেছে নাটক টি।