পুজোর মুখেই নিম্নচাপ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস : Kolkata
যেখানে ভুতের ভয়, সেখানে সন্ধে হয় ! ভাবছেন কোনো বললাম ?
গত ৩ বছরের মাটি হয়ে যাওয়া পুজোর আনন্দ এবার তিন গুন বেশি করে পুষিয়ে নেবে ভাবছে প্রায় সব বাংলায় আর ঠিক তখনই মেঘের ভ্রূকুটি !!
পুজোর মুখেই নিম্নচাপ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো হওয়া অফিস, সূত্র অনুযায়ী আগামী বেশ কয়েকদিন মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকবে বাংলার বেশ কিছু জেলায় , তবে পুজো অবধি এই আবহাওয়া থাকবে কিনা বলা মুশকিল
Kolkata Durga Puja 2022