সমালোচকদের দ্বারা প্রশংসিত পরিচালক ইন্দ্রাশিষ আচার্যের আগামী ছবি ‘পার্সেল’এর প্রথম লুক পোস্টার মুক্তি পেয়েছে। এরপূর্বে ইন্দ্রাশিষ আচার্য পরিচালিত ছবি ‘পিউপা’ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমালোচকদের দ্বারা বিপুলভাবে প্রশংসিত হয়। পরিচালক ইন্দ্রাশিষ আচার্যর এই ছবিতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দামিনী বেনী বসু, শাশ্বত চ্যাটার্জি, তৃষা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য এবং অনিন্দ্য চ্যাটার্জি। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন জয় সরকার। ছবিটির সম্পাদনার কাজ করেছেন মলয় লাহা। এই ছবিটিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ‘নন্দিনী’ চরিত্রে, দামিনী বসু ‘অরুন্ধতীর’ চরিত্রে, শাশ্বত চাটার্জী ‘সৌভিক’ এর চরিত্রে, দিশা সেনগুপ্ত ‘সাজু’র চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং ছবিটি এই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবার কথা শোনা যাচ্ছে। এই ছবিটিতে ঋতুপর্ণা সেনগুপ্তর জিল্লু পোস্টার দেখা যাচ্ছে তা দেখে মনে হয় তিনি এই ছবিতে এক অন্য ধরনের চরিত্রে অভিনয় করবেন যা এর আগে তিনি করেননি। এই চরিত্রটি খুবই আলাদা তার অভিনীত ছবির বিভিন্ন চরিত্রের থেকে।
Subscribe
Login
0 Comments