
সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ দাবাড়ুর টাইটেল ট্র্যাক।
আগেও জানিয়েছি এ টা একটি গোয়েন্দা ওয়েব সিরিজ, সুতরাং টাইটেল ট্রাকটি যে কেমন হবে বোঝাই যাচ্ছে। গানটি শুনেই মনে হচ্ছে রোমহর্ষক রহস্য লুকিয়ে আছে। গানটির কথা অনুযায়ী এর মধ্য দিয়ে অনেক চমোক অপেক্ষা করছে, এবং খুনিকে ধরার আপ্রান চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
এটি গেয়েছেন টলিউডের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস,গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজদীপ দাশগুপ্ত,মিউজিক এরেন্জ ও মিক্স মাস্টারিং করেছেন সানি কর্মকার,এই অসাধারণ গানটি লিখেছেন সোহম মজুমদার।
সাসপেন্সে ভরা গানটি আশা করছি সবার
খুব ভালো লাগবে। “দাবাড়ু “এক চালেতে বাজি মাত।
এই সিরিজের নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন TBHবাংলার প্লাটফর্মে।