জি বাংলার পর্দায় আবার আসছে জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’। স্বাভাবিক ভাবেই এই সিজনেও দেখা মিলবে ইন্ডিয়ান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান আইসিসি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর।

‘দাদাগিরি সিজন নয়’ এর নতুন ট্যাগলাইন ‘হাত বাড়ালেই বন্ধু হয়’। জি বাংলার অফিশিয়াল সোশ্যাল সাইটে এই শো এর নতুন সিজনের প্রোমোতে অতিমারী পরিস্থিতিতে যেভাবে চেনা-অচেনা মানুষ একে অপরের বন্ধু হয়ে উঠেছে, তারই গল্প তুলে ধরা হয়েছে।

সময় আমাদের বুঝিয়েছে অনেক কিছু, অসময় চিনিয়েছে বন্ধুত্বের হাত, এবারের ‘দাদাগিরি’র মঞ্চ তাঁদেরই অপেক্ষায়। বহু প্রতিক্ষিত এই রিয়্যালিটি গেম শো এর নবম সিজন ফিরছে খুব শীঘ্রই জি বাংলা ও জি ফাইভে।
