*ড্যানি ডিটেকটিভ আইএনসি ওয়েব সিরিজ রিভিউ*
“ব্যোমকেশ” এর পর পরিচালক অঞ্জন দত্তের নতুন গোয়েন্দা ওয়েব সিরিজ “ড্যানি ডিটেকটিভ আইএনসি” ক্লিক ওয়েব ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। কিছুদিন আগেই পরিচালক অঞ্জন দত্তের “মার্ডার ইন দ্য হিলস” ওয়েব সিরিজটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
“ড্যানি ডিটেকটিভ আইএনসি” ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন বর্ষিয়ান পরিচালক এবং অভিনেতা, গায়ক, গীতিকার অঞ্জন দত্ত। তার সহকারি সুব্রত শর্মার চরিত্রে অভিনয় করেছেন সুপ্রভাত দাস। ড্যানি ব্যানার্জীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুদীপা বসু। ব্যবসায়ী রুদ্র শেখর চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন বরুণ চন্দ। ব্যবসায়ী রুদ্র শেখর চৌধুরীর মেয়ে পামেলা চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। অঙ্কিতা চক্রবর্তীর স্বামী সঞ্জয় চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী দত্ত। সাংবাদিক রিতা ঘোষ এর চরিত্রে অভিনয় করেছেন শ্রীতমা দে।
পরিচালক অঞ্জন দত্ত ‘মার্ডার ইন দ্য হিলস’ এর পর আবার ফিরে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। এবার মধ্যমণি এক নতুন গোয়েন্দা সুব্রত।
তবে সুব্রত নিজে ডিটেকটিভ নয় বরং একজন প্রাইভেট ডিটেকটিভ এর অ্যাসিস্ট্যান্ট বিশেষ। ড্যানি এক প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি চালায়, এক কিডন্যাপিং এর মুক্তিপণ দেওয়ার সময়ে ক্ষণিকের ভুলে মারা গেলেন ড্যানি। সুব্রত হয়ে পড়ল একা, অসহায়। সুব্রত কি পারবে ড্যানি র খুনিদের শায়েস্তা করতে, কেস সমাধান করতে? ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’ চালিয়ে যাবে ড্যানির অবর্তমানে? নাকি অন্য চাকরি খুঁজবে? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান তাহলে আর দেরি না করে ঝটপট দেখে ফেলুন ড্যানি ডিটেকটিভ আইএনসি” শুধুমাত্র “ক্লিক”(Klikk) ওয়েব ওটিটি প্লাটফর্মে।
ড্যানি ডিটেকটিভ এর চরিত্রে অঞ্জন দত্তের কথা নতুন করে বলার কিছুই নেই। তাঁর অভিনয় এক কথায় অসাধারণ। তাঁর বলা বেশ কিছু সংলাপ, বেশ কিছু মুহূর্ত আপনাকে সমাজের অনেক কঠোর বাস্তবতার নির্মমতার কথা ভাবতে বাধ্য করবে। তাঁর চরিত্রটিকে সুন্দরভাবে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

ড্যানি ব্যানার্জীর সহকারি সুব্রত শর্মার চরিত্রের সুপ্রভাত দাস এক কথায় জাস্ট পার্ফেক্ট। কোন রকমের মাত্রাতিরিক্ত রং চড়িয়ে, অবাস্তব ভাবে ওভার দ্য টপ ভাবে কোন কিছু দেখানো হয়নি। তাঁর অভিনয় দক্ষতার কথা আমরা ভালোভাবেই জানি। তবে ডিটেকটিভ এর চরিত্রে যে তিনি এত সুন্দর অভিনয় করবেন ছেলে দেখে অনেকেই অবাক হয়েছেন এবং হবেন।
ড্যানি ব্যানার্জীর স্ত্রীর চরিত্রে সুদীপা বসু খুব সুন্দর অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি স্বল্প সময়ের জন্য হলেও অল্পসময়ের মধ্যেই তিনি তাঁর অভিনয়ের ছাপ রেখে গেছেন।
পামেলা চৌধুরীর চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী ভালো অভিনয় করেছেন। তাঁর চরিত্রের মধ্যে যে শেড রয়েছে আপনারা এই ওয়েব সিরিজটি দেখলে বুঝতে পারবেন। অঙ্কিতার অভিনয় এই ওয়েবসিরিজটিতে চোখে পড়ার মতো।
স্বল্প চরিত্রে সমদর্শীর ( সঞ্জয়) যথাযথ অভিনয় করেছেন।
শিল্পপতি রুদ্রশেখর চৌধুরীর চরিত্রে বরুণ চন্দ সুন্দর এবং নিখুঁত অভিনয় করেছেন। তার অভিনয় সবসময়ই পারফেক্ট হয়। যেকোনো চরিত্রেই তিনি সমানভাবে পারদর্শী।
ড্যানি ডিটেকটিভ আইএনসি”সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত, ক্যামেরা দায়িত্ব সামলেছেন প্রভাতেন্দু মন্ডল। এই ওয়েব সিরিজের সম্পাদনার দায়িত্ব সামলেছেন কৌস্তভ সরকার।
এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন শান্তনু চ্যাটার্জী।
“ড্যানি ডিটেকটিভ আইএনসি” ওয়েব সিরিজটি আপনারা “ক্লিক” (Klikk) ওয়েব ওটিটি প্লাটফর্মে দেখতে পাবেন।