নবাগত পরিচালক কুনাল দাস স্বল্প দৈর্ঘ্যের মোবাইল ছবি ‘করোনাসুর’আগামীকাল তার ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে সকাল দশটায়।করোনার মত বিধ্বংসী এই ভাইরাসের যদি কোন একজন প্রধান হত যাকে আমরা চাক্ষুষ দেখতে পেতাম তাকে মারলেই করোনাভাইরাস এর বিদায় সম্পূর্ণ ঘটবে কী ঘটবে না তা এই ছবিটির মূল বিষয়।
এই ছবিটির সম্পূর্ণটাই মোবাইল ক্যামেরায় শুট করা হয়েছে। এই ছবিতে বেশ কিছু অ্যানিমেটেড থ্রিডি ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে।