ডেমি লোভাটো ‘ইউরোভিশন’ ছবিতে অভিনয় করবেন। কুড়ি তারিখ জন্মদিনের দিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি ছবি পেস্ট করে তার এই ছবিতে অভিনয়ের কথা তার অনুরাগীদের কে তিনি জানান। এই ছবিটি মূলত একটি কমেডি ছবি। এই ছবিটি পরিচালনা করবেন উইল ফেরেল। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রেচেল ম্যাকাডামস্, ডেমি লোভাটো এবং পিয়ার্স ব্রস্নান।
Subscribe
Login
0 Comments