সুপারস্টার দেব অভিনীত পাসওয়ার্ড ছবির প্রথম গান ট্রিপি লাগে কি সত্যিই কপি?? এই গানটি বলিউডি ছবি দ্য শকিনস্ এর মানালি ট্রান্স গানটির কপি বলে অনেকেই অভিযোগ তুলেছেন।আসল সত্যিটা হল এই মানালি ট্রান্স গানটি নামবারদার এর গাওয়া ‘বাম বোলে’র নকল। গানটি লিলু গোলু হানি সিং এর কাছে শোনান এবং তিনি সেই গানটি সুর করেছেন।তাহলে সত্যিই কি স্যাভির বিরুদ্ধে কপি করার অভিযোগের সত্যতা আছে? এই ছবিটিতে বাংলায় প্রথম ইভিএম ব্যবহার করেছেন স্যাভি। ইভিএম এর অর্থ ইলেক্ট্রনিক ডান্স মিউজিক। এই ইলেকট্রনিক ডান্স মিউজিক এর অনেকগুলি জনার বা ভাগ রয়েছে। এই জনন গুলির মধ্যে একটি হলো ট্রান্স মিউজিক রঙের ট্রান্স মিউজিক এর অন্তর্গত একটি বিশেষ শাখা হলো ট্রিপি। এই ধরনের মিউজিক এ বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যারেঞ্জমেন্ট এবং ইলেকট্রনিক ইন্সট্রুমেন্টস ব্যবহার করা হয়। ১৯৮০ আশির দশক থেকে ইডিএম তুমুল জনপ্রিয় হয় এবং বিভিন্ন ফেষ্টিভেল, নাইট ক্লাব, রেভস, লেট নাইট পার্টি, ক্লাব, পাব, ডিস্কোতে এই ধরনের মিউজিক ব্যবহার করা হয়। সারা বিশ্বজুড়ে বিভিন্ন মিউজিক কনসার্টে ও বিভিন্ন নামজাদা ডিজেরা ইডিএম ব্যবহার করে থাকেন। বিশ্বের কয়েকজন বিখ্যাত ইডিএম সংগীত পরিচালক হলেন ড্যাফ্ট পাঙ্ক,আরমিন ভ্যান বারেন,এরিক প্রিৎজ্,টিয়েস্তো, সুইডিশ হাউজ মাফিয়া,পল ভ্যান ডিক,জোয়েল জিমারম্যান, কেলভিন হ্যারিস, ডেভিড গুয়েট্টা,হার্ডওয়েল। ইডিএম এমন একটি মিউজিক যেখানে একই ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক মিউজিক ইন্সট্রুমেন্ট, অ্যারেঞ্জমেন্ট টিউনিং ব্যবহার করা হয় তাই বেশিরভাগ ইডিএমে শুনতে বেশ একই রকমের লাগে। এই ছবিটির ট্রিপি লাগে গানটি তাই মানালি ট্রান্স গানটির নকল বলাটা ভুল। এই গানটিতে একটি লেট নাইট পার্টিতে এডিএম ব্যবহার করা হয়েছে যেটি এটি সঙ্গে সম্পূর্ণরূপে সার্থক রূপ দিয়েছে।
Subscribe
Login
0 Comments