ঢালিউড অভিনেতা সজল তিন বছর পর ছবিতে আবার অভিনয় করবেন। এই ছবিটির নাম জিন। আবদুন নূর সজল এই ছবিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করবেন। পূজা চেরি টলিউডে ‘প্রেম আমার টু’ ছবিটিতে আদৃত রায় এর বিপরীতে অভিনয় করেন এবং টলিউডে বিপুল প্রশংসা লাভ করেন। সজল ২০১০ সালে ইমপ্রেস টেলিফিল্মসের নিঝুম অরন্য দিয়ে নিজের সিনেমা জগতে নায়ক হিসেবে ডেবিউ করেন। রান আউট ছবিটির মধ্যে দিয়ে সজল সকলের কাছে প্রশংসিত হন এবং প্রচারের আলোয় আসেন। সজল বেশ কয়েক বছর ধরে বিভিন্ন টেলিফিল্ম কোন নাটকে অভিনয় করেছিলেন এবং বেশ প্রশংসা ও সাফল্য লাভ করেছেন। সজল অভিনীত এই ছবিটি পরিচালনা করবেন নাদের চৌধুরী যার সঙ্গে বেশ কয়েকটি টেলিফিল্ম নাটকে অভিনয় করেছেন। এই ছবিটিতে সজল একজন ফ্যাশন ফটোগ্রাফার এর চরিত্রে অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments