ঢালিউড ছবি ‘রিকশা গার্ল’ এর প্রথম অফিশিয়াল পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এই ছবিটি ভারতীয় লেখিকা মিতালী পার্কিন্সের এর বেস্ট সেলার বই ‘রিক্সা গার্ল’ থেকে নেওয়া হয়েছে। এই ছবিতে রিকশা গার্ল এর চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এই ছবিটিতে তার চরিত্রের নাম নাইমা। এই ছবিটির প্রযোজনা করেছেন এরিক জেমস অ্যাডামস। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসির ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ। এই ছবিটির শুটিং টানা চার মাস ধরে পাবনা,ঢাকা এবং গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে শতাধিক বস্তিঘরের সেট তৈরি করে শুটিং করা হয়েছে।
Subscribe
Login
0 Comments