“ধামাকা” মুভি রিভিউ :- কার্তিক আরিয়ান অসাধারণ অভিনয় করছেন।

## ধামাকা মুভি রিভিউ ##

গত শুক্রবার ওয়েব ওটিটি প্লাটফর্ম “নেটফ্লিক্স” এ মুক্তি পায় “ধামাকা” ছবিটি।

ধামাকা ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবানি।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, অম্রুতা সুভাষ, ম্রুনাল ঠাকুর, বিশ্বজিৎ প্রধান, বিকাশ কুমার।

এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুনিত শর্মা এবং রাম মাধবানি।



এই ছবিটির গল্প টি হল:- একটি রেডিও স্টেশনের একটি লাইভ রেডিও প্রোগ্রাম এর সময় রেডিও জকির কাছে একটি কল আসে। সেই ফোনকলটি যিনি করেন তার নাম রঘুবীর মাথা্। রঘুবীর বলে সে একটি সি লিঙ্ক এ বোমা রেখেছে এবং বোমাটি সে যেকোনো মুহূর্তে ফাটিয়ে দেবে। রেডিও জকি অর্জুন পাঠক কথাটির গুরুত্ব দেয় না এবং কোন প্রাঙ্ক কলার ভেবে কথাটিকে ইগনোর করে সে এবং রঘুবীর কে বলে তোমার যদি ইচ্ছে হয় তুমি বোম ফাটিয়ে দাও। এরপর কলটা ডিসকানেক্ট হয়ে যায় এবং কিছুক্ষণ পর লাইভ শো চলাকালীন হঠাৎ করে বিল্ডিংএর মধ্যে একটা কম্পন এবং অদ্ভুত আওয়াজ তারা শুনতে পায় এবং ছুটে গিয়ে পর্যন্ত এবং তার তিন দেখে সত্যি সত্যি সি-লিঙ্কে বোমা বিস্ফোরণ হয়েছে এবং ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে সমুদ্রের জলে। এরপর ফের অর্জুন পাঠকের কাছে রঘুবীরের কল আসে, রঘুবীর কাকে বলে তার কথা না শুনলে সে সি-লিংকে আরো বিস্ফোরণ ঘটাবে। এরপর অর্জুন পাঠকের মাথায় একটা বুদ্ধি আসে। সে তাঁর বস অঙ্কিতা কে ফোন করে। অঙ্কিতা কে সে একটা প্রস্তাব দেয় এবং সেটাতে তার বস অঙ্কিতা রাজি হয়। কি প্রস্তাব ছিল কেন রাজি হয় এবং এরপরে চিত্রনাট্যের কোন দিকে এগোয় জানতে হলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ধামাকা ছবিটি।



এই ছবিতে একজন টিভি নিউজ চ্যানেলের সঞ্চালকের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। তার চরিত্রটির নাম অর্জুন পাঠক। এই চরিত্রটিতে কার্তিকের অভিনয় সত্যিই অসাধারণ। একজন ডিমোট হওয়া নিউজ অ্যাঙ্কার এর জীবনের ক্রাইসিস, ব্যক্তিগত সম্পর্কের টালমাটাল পরিস্থিতি সবকিছু মিলিয়ে অসাধারণ অভিনয় করেছেন। এই চরিত্রতে তাকে কখনোই কেউ কল্পনা করতে পারে না। নিজের “লাভার বয়”, “চকলেট বয়” ইমেজ ভেঙে এই রকমের বাস্তবধর্মী চরিত্রে তার বলিষ্ঠ অভিনয় অবশ্যই সমালোচকদের মন জয় করে নিয়েছে।

এই ছবিটিতে অর্জুন পাঠক যে নিউজ চ্যানেলটিতে সঞ্চালকের কাজ করে তাঁর বস অঙ্কিতার চরিত্রে চরিত্রে অভিনয় করেছে অম্রুতা সুভাষ। অঙ্কিতার চরিত্রে অম্রতা একদম পারফেক্ট অভিনয় করেছেন। যারা টিভি নিউজ চ্যানেলের কর্পোরেট ম্যানেজমেন্ট চাকুরীরত তারা তার চরিত্রটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন।

সৌমি পাঠকের চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। সৌমি পাঠক একজন ফিল্ড জার্নালিস্ট। ফিল্ড জার্নালিস্ট এর চরিত্রে ম্রুনাল খুব সুন্দর অভিনয় করেছেন। স্বল্প চরিত্রে হলেও তাঁর অভিনয় আপনার মনে আলাদা দাগ রেখে যাবে। একজন ফিল্ড জার্নালিস্টের জীবনের ক্রাইসিস, একজন সৎ জার্নালিস্টের পেশার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং মানবতার উৎকৃষ্ট উদাহরণ তিনি তাঁর চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরেছেন।

ছবিটির তেমন কোন নেগেটিভ না থাকলেও একটাই নেগেটিভ পয়েন্ট রয়েছে ছবিটি শেষ যেভাবে দেখানো হয়েছে, আপনারা ছবিটি দেখে অবশ্যই নিজেদের মতামত জানাবেন, ছবিটির শেষটা কিরকম হলে আপনাদের আরো বেশি ভালো লাগতো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x