ডায়না পেন্টির পরবর্তী ছবি ‘শিদ্দত’এর শুটিং আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই ছবিটি পরিচালনা করছেন কুনাল দেশমুখ। এই ছবিটিতে ডায়না পেন্টি রাধিকা মদন সানি কৌশল এবং মোহিত রায়না অভিনয় করবেন। এই ছবিটিতে মোহিত রায়না কে ডায়না পেন্টির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি প্রযোজনা করবেন ম্যাডক ফিল্মসের প্রযোজক দিনেশ ভিজন। এই ছবিটির শুটিং পাঞ্জাব প্যারিস এবং লন্ডন শহরে হবে। ডায়না পেন্টি ‘ম্যাডক ফিল্মস’এর ব্যানারে তার বলিউডি ক্যারিয়ারের ডেবিউ ছবি ‘ককটেল’এ অভিনয় করেছিলেন।
Subscribe
Login
0 Comments