স্বাধীনতা দিবসে একটু অন্য রকম উদ্যোগ। বেঁড়াচাপা ঝিকরা কলোনি পাড়া এলাকায় একটি সম্পূর্ণ ফ্রি কোচিং সেন্টার চালু করে ফেললেন এক স্বচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
এদিন এলাকার শিশুদের খাতা, পেন, পেন্সিল বাক্স দিয়ে একটি স্কুল এর শুভ সূচনা করলেন খড়দহ এলাকার “আত্মজন” নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্ল্যাগ হোস্টিং করলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামাপদ দাস, নতুন খাতা বই পেয়ে এদিন কচি-কাঁচাদের মনের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। টিবিএইচ বাংলাকে এই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য জানান “এই কোচিং সেন্টার আমরা শুরু করলাম তবে অনুরোধ করবো যদি কিছু মানুষ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন তো আরো অনেক স্কুল ও কোচিং সেন্টার চালু করা সম্ভব হবে আগামীদিনে“।