দিলীপ রায় – বাংলাদেশের একজন গীতিকার সুরকার হিসেবে তিনি জায়গা করে নিচ্ছেন। সংগীত তার ছোট বেলার নেশা। সংসার এর অভাব, পরিবারের চাহিদা মিঠাতে গিয়ে স্বপ্নটা বাস্তবতায়ন করতে পারেননি। এখন তিনি গীতিকার সুরকার হিসেবে কাজ করছেন। অভাবের ভিতরে থেকেও বেতার, টেলিভিশন এ সুযোগ পেয়েছেন । অনেক শিল্পী তার গান করেন। দিলীপ বাবু আঞ্চলিক আধুনিক পল্লী গীতি, দেশাত্মবোধক ভান্ডারী ধর্মীয় গান সহ সবধরনের গান লেখেন। ইদানীং নিজে গেয়ে ফেসবুকে তার গান পোস্ট করছেন। আর তাই বিনোদন এর পর্দায় আমরা তার কাজ কে তুলে ধরার চেষ্টা করছি
গান গুলি শুনতে হলে তার ফেইসবুক প্রোফাইল পেজ টি দেখুন :-