পরিচালক অরিন্দম শীল তার নতুন ছবি ‘মহানন্দা’র শ্যুটিং শেষ করেছেন।

পরিচালক অরিন্দম শীল তার আগামী ছবি ‘মহানন্দা’র শুটিং শেষ করলেন অত্যন্ত সুন্দরভাবে, সমস্ত করোনা বিধি মেনে।
এই ছবিটি জনপ্রিয় লেখিকা মহাশ্বেতা দেবীর জীবন, তার কর্ম শৈলী এর উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে।
এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে একটা দারুন প্রত্যাশা তৈরি হয়েছে। পরিচালক হিসেবে অরিন্দম শীল খুবই মৌলিক এবং স্বতন্ত্র ভাবে নিজের একটি ঘরানা তৈরি করেছেন এবং তার দর্শকেরাও মুখিয়ে থাকে তার পরিচালিত ছবি দেখবার জন্য।
এই ছবিটিতে ‘মহানন্দা’র চরিত্রে অভিনয় করবেন গার্গী রায়চৌধুরী। মহাশ্বেতা দেবীর চরিত্রেই গার্গী অভিনয় করবেন তবে নামটি বদল করা হয়েছে।
এই ছবিটিতে গার্গী রায়চৌধুরী কে বেশ কয়েকটি ভিন্ন লুকে দেখা যাবে। সেক্ষেত্রে তার লুক এবং চরিত্রের ক্ষেত্রে প্রস্থেটিক মেকআপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ছবিটিতে প্রস্থেটিক মেকআপ এর দায়িত্ব পালন করেছেন সোমনাথ কুন্ডু।

পরিচালক অরিন্দম শীলের সঙ্গে ‘মহানন্দা’ ছবিতে গার্গী রায়চৌধুরী। এই ছবিতে তিনি মহানন্দার চরিত্রে অভিনয় করছেন।


এই ছবিটিতে বিজন ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করবেন দেব শঙ্কর হালদার। চরিত্রটির নাম বিধান ভট্টাচার্য্য।
এই ছবিটিতে ইশা সাহা এবং অর্ণ মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এই ছবিটিতে বেশ কয়েকজন থিয়েটার জগতের বেশ কয়েকজনকে অভিনয় করতে দেখা যাবে।
এই ছবিটির সংগীত পরিচালনা করছেন পন্ডিত বিক্রম ঘোষ।
এই ছবিটির প্রযোজনা করেছেন ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ এর কর্ণধার ফিরদৌসুল হাসান এবং প্রবাল হালদার।
এই ছবিটিতে পোশাক পরিকল্পনা করেছেন সাবর্ণী দাস।
সবকিছু ঠিক থাকলে এই ছবিটি পুজোর সময় মুক্তি কথা আছে।
এই ছবিটিকে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর কথা ভাবছেন পরিচালক অরিন্দম শীল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x