শীঘ্রই আসতে চলেছে পরিচালক অরূপ সেনগুপ্তের পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘আনএথিক্যাল’

পরিচালক অরূপ সেনগুপ্তের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘Aকে Ray’ এর ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। পরিচালক এর বিষয়বস্তু নির্বাচন এবং সামগ্রিকভাবে সচেতনতামূলক সামাজিক বার্তা তার ‘A কে Ray’ছবিটির মধ্যে তুলে ধরছেন। মানব মানসিকতার অন্তর্নিহিত দ্বন্দ্ব এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তার এই ছবিটিতে।

‘আনএথিক্যাল’ ছবিটির শুটিং এর একটি শটে অভিনয় রত তন্ময় ভট্টাচার্য্য এবং পূজা গাঙ্গুলী।


এরপর পরিচালক অরূপ সেনগুপ্ত কাজ শুরু করে দিয়েছেন তার পরবর্তী ছবি ‘আনএথিক্যাল’এর।
‘আনএথিক্যাল’ ছবিটির গল্পটি হল মূলত ফ্যামিলি ড্রামা। তবে পরিচালকের এই ফ্যামিলি ড্রামার মধ্যে দিয়ে সমাজের কাছে যে সদর্থক বার্তা ছড়িয়ে দিতে চান তা বলার অপেক্ষা রাখে না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমাজ ব্যবস্থায় পরিবারের গুলির মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে রোজ দিনের জীবনে। এই ধরনের একটি পরিবারের গল্প আমাদের সামনে উপস্থিত করতে চলেছেন পরিচালক অরূপ সেনগুপ্ত।

‘আনএথিক্যাল’ ছবিটির শুটিং এর একটি শটে অভিনয়রত পৌলমী দাস এবং পূজা গাঙ্গুলী।


এই স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ছবি ‘ময়দান’ খ্যাত অভিনেতা তন্ময় ভট্টাচার্য্য (যিনি ব্যক্তিগত জীবনে বিভিন্ন নামকরা ফুটবল ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন), পৌলমী দাস, পূজা গাঙ্গুলী এবং সুপর্ণা চ্যাটার্জী।
এই ছবিটির গল্পটি লিখেছেন রুপালী সরকার। ছবিটির চিত্রনাট্য এবং সৃজনশীল পরিচালনা করেছেন পিনাক পানি দেব।
এই ছবিটি প্রযোজনা করেছেন শ্রীমতি রুপালী সরকার (আরোহন প্রোডাকশন)।
এই ছবিটির ক্যামেরার দায়িত্ব সামলেছেন রোজ আলম।ছবিটির এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্ব সামলেছেন কান্তি সরকার।

আনএথিক্যাল’ ছবিটির শুটিং এর একটি শটে অভিনয় রত প্রতিভাবান বর্ষিয়ান অভিনেত্রী সুপর্ণা চ্যাটার্জী।


এই ছবিটির সহ পরিচালনা করেছেন রাজ্জাক।
এই ছবিটির সঙ্গীত এবং আবহসংগীত পরিচালনা করেছেন পল্লবী চক্রবর্তী।
এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির শুটিংয়ের কাজ শেষ এবং বর্তমানে জোরকদমে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তবে করোণা আবহে রাজ্য স্বাস্থ্যমন্ত্রক কর্তৃক নির্দেশিত গাইডলাইন মেনেই এই ছবির শুটিং এবং প্রোডাকশনের কাজ হয়েছে বা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x