দর্শককে পুজোর উপহার পরিচালক ইন্দ্রনীল ব্যানার্জীর, আসছে “প্রতীক্ষা” ও “নন্দন”

উপহার পেতে আমাদের কার না ভালো লাগে, আর সেই উপহার যদি দূর্গা পূজাতে পাওয়া যায় তাহলে তো এককথায় বলতে হয় সোনায় সোহাগা। এর এই উপহার দিতে চলেছেন, পরিচালক ইন্দ্রনীল ব্যানার্জী তাঁর দর্শকদেরকে। এখনও পর্যন্ত তাঁর প্রত্যেকটি সিনেমা, জাতীয়, আন্তর্জাতিক স্তরে অনেক পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছে। তাঁর শেষ শর্ট ফিল্ম “উর্মিমালার” জন্যেও তিনি এখনও পর্যন্ত অনেক পুরস্কার পেয়েছেন এবং পেয়ে চলেছেন বলা যেতে পারে। আর এবারে এই পূজাতে দর্শককে উপহার দিতে নিয়ে আসছেন তাঁর আগামী দুটি শর্ট ফিল্ম, “প্রতীক্ষা” এবং “নন্দন”। ইতিমধ্যেই এই দুটি ফিল্ম এর শ্যুটিং সম্পূর্ণ হয়েছে। সাধারণত পরিচালকের শর্ট ফিল্ম গুলি, অ্যামাজন প্রাইম,এম এক্স প্লেয়ার ও আরো দেশি-বিদেশি নামজাদা ওটিপি প্ল্যাটফর্মে মুক্তি পায়। কিন্তু এবারের এই দুটি তাঁর সিনেমা কেবলমাত্র, তাঁর ইউটিউব চ্যানেল, ইউনিটি পিকচারস এর জন্যে। যাতে দর্শকরা বিনামূল্যে তাঁর সেই ছবিকে উপভোগ করতে পারেন। আর এটিই হবে, প্রোটিন ইউনিটি পিকচার্সের তরফ থেকে দর্শকদের জন্য পুজোর উপহার।

“প্রতীক্ষা” ছবিটির প্রযোজক এবং লেখক কেস্ট মন্ডল। এই ছবির গল্প, দুই বন্ধু বিকাশ এবং নন্দিতাকে ঘিরে। যেখানে দেখা যায়, এরা প্রায়ই নিজেদের অফিসের ফাঁকে একটি রেস্তোরাঁতে আড্ডা মারতে আসতো। চা এর চুমুকের সাথে ভাগ হতো একে ওপরের জীবনের গল্প, খুঁটিনাটি ঘটনা। তবে তাদের এই নিত্য জীবনে আসে একটি মোড়। হটাৎই একদিন রেস্তোরাঁতে বসে থাকা অবস্থায় বিকাশ লক্ষ্য করে যে নন্দিতার দিকে এক ভদ্রলোক তাকিয়ে আছেন। বিকাশ, নন্দিতাকেও সেই ভদ্রলোককে দেখায়। আর তাকে দেখার পরেই চমকে ওঠে নন্দিতা। কিন্তু কেন চমকে ওঠে নন্দিতা ? কে ছিলেন সেই ভদ্রলোক ? তাদের মধ্যে কী কোনো সম্পর্ক রয়েছে ? হ্যাঁ, অনেক প্রশ্ন তৈরী হয়েছে তো, এখানেই তো পরিচালক রেখেছেন টুইস্ট। তবে সেই টুইস্ট কী সেটা জানার জন্যে আমাদের সকলকে অপেক্ষা করতে হবে “প্রতীক্ষা”-এর।

“নন্দন” ছবির লেখক এবং প্রযোজক ও কেস্ট মন্ডল। এই গল্পের বিষয় এক পরিচালক, তার ছেলে ও এক অভিনেত্রীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পে, নন্দনের সামনে দিয়ে ইন্দিরা একদিন হেটে যাচ্ছে এবং হটাৎই সে দেখা পায় তাঁর গুরু তার পরিচালক মলয় কে। কিন্তু তাঁর গুরুর মানসিক বিকারগ্রস্ত ভাব দেখে চমকে ওঠে সে। এরপর ইন্দিরা কোনোক্রমে তাঁকে মানিয়ে চা খাওয়ার জন্যে নিয়ে যায়। আর তারপরেই লাগায় একটি ফোন। আর সেই ফোনটি ছিল তাঁর ছেলে সাত্যকিকে। এর এই খানেই পরিচালক রেখেছেন তাঁর দর্শকদের জন্যে চমক। তাই সেই চমক দেখতে গেলে আমাদেরকে “নন্দন” এর মুক্তির জন্যে দিন গুনতে হবে।

এই দুটি শর্ট ফিল্মের লেখক কেস্ট মন্ডল। তিনিই এই ছবি দুটির প্রযোজকও। ছবিটির নির্দেশনা ও সম্পাদনা করেছেন ইন্দ্রনীল ব্যানার্জী। ছবিটির চিত্রগ্রাহক তুহিন দাশগুপ্ত। এবং এই দুই ছবিতেই অভিনয় করেছেন আশিস পাঠক, পিয়ালী ধর ও সত্যচরণ সরদার । এই জুটি পূর্বেও কাজ করেছে এবং অসম্ভব ভালো তাঁর রেসপন্সও পেয়েছে। তাই আশা করা যাচ্ছে এই শর্ট ফিল্ম দুটিও খুব সাফল্য এবং দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x