পরিচালক জিল কার্টন এর ‘অ্যাবোমিনেবেল’ ছবিটি ২৭শে সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটি প্রযোজনা করেছেন সুজেন বার্গী, ডেভিড পলসকি। এই ছবিটিতে অভিনয় করেছেন চোই বেনেট,অ্যালবার্ট সাই,তেনজিং নোরগে ট্রেইনার,এডি ল্যাজার্ড, সারা পলসন,সাই চিন। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন রুপার গ্ৰেগসন উইলিয়াম এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন রবার্ট এডওয়ার্ড ক্রফোর্ড। এই ছবিটি এডিটিং এর দায়িত্ব সামলেছেন সুজান ফিৎজার।
Subscribe
Login
0 Comments