পরিচালক জন ক্রলে পরিচালিত ‘দ্য গোল্ডফিঞ্চ’ ছবিটি আগামী ২৫শে সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটি প্রযোজনা করেছেন নিনা জেকবসন এবং ব্র্যাড সিমসন। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন পিটার স্ট্রোগ্যান। এই ছবিটি উপন্যাসিক ডোনা ট্রাটের লেখা উপন্যাস ‘দ্য গোল্ডফিঞ্চ’থেকে নেওয়া হয়েছে। ২০১৪ সালে এই উপন্যাসটি লেখার জন্য ডোনা ট্রাট পুলিৎজার পুরস্কার পান। এই ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন ট্রেভর গুরেকিস। এই ছবিটি সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন রজার ডিকিং। এই ছবিটিতে অভিনয় করছেন অন্সেল এলগর্ট, ওকস্ ফেগলে, নিকোলে কিডম্যান, অ্যানিলিন বার হার্ড, উইন উল্ফার্ড, সারা পলসন, লিউক উইলসন, জেফরি রাইট, অ্যাশলে কামিংস, বয়েড গেনিস, রবার্ট জয়, পিটার জ্যেকবসন। এই ছবিটি ওয়ার্নার ব্রাদার্স এর ব্যানারে মুক্তি পাবে
Subscribe
Login
0 Comments