পরিচালক অমরজিৎ সিং এর পরবর্তী ছবি শক আগামী ৬ই সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটিতে অভিনয় করেছেন ম্যান্ডি থাপার, যবন প্রীত সিং, মুকুল দেব, মহাবীর ভূল্লার, সোনপ্রীত জাবান্দা, দিলাওয়ার সিন্ধু। এই ছবিটির প্রযোজনা করেছেন যতীন্দ্র জয় মিনহাজ, রূপিন্দর প্রীত মিনহাজ।
Subscribe
Login
0 Comments