পরিচালক কাননের আগামী ছবি তে অথর্ব এবং অনুপমা অভিনয় করছেন। এই ছবিটির নাম এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। এই ছবিতে অথর্ব এবং অনুপমা ছাড়া আদুকালাম নরেন, কালি ভেঙ্কট, জগন,ভিদ্যুইলে রমন অভিনয় করবেন। এই ছবিটির অ্যাকশন কোরিওগ্রাফি করছেন স্টান্ট সিলভা। পুদুপেট্টাই এর জনবহুল এবং ধীরে ভরা রাস্তায় টানা চারদিন ধরে এই ছবিটির শুটিং হয়। কান্চিপুরাম শহরের কাছে একটি কলেজে ৫০০ ছাত্রকে নিয়ে শুটিং করা হয়েছিল। এই ছবিটির প্রথম সিডিউল এর শুটিং টানা কুড়ি দিন ধরে শহরের বিভিন্ন রাস্তা ঘাটে এবং বাজারের মধ্যে হয়েছে। এই ছবিটির আগামী শুটিং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে রাশিয়ায় হবে যার মেয়াদ কুড়ি দিন। এই ছবিটির সংলাপ লিখেছেন কাবিলান ভাইরামথু। এই ছবিটির কোরিওগ্রাফি করেছেন সতীশ এবং পোশাক ডিজাইন করেছেন কবিতা জে। এই ছবিটির চিত্রনাট্যও প্রয়োজনে এবং পরিচালনা করেছেন পরিচালক আর কান্নান। এ বছর ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই ছবিটি।
Subscribe
Login
0 Comments