পরিচালক প্রতিম ডি গুপ্ত পরবর্তী ছবির ফার্স্ট পোস্টার আজ মুক্তি পেল। এই ছবিটির নাম ‘Love আজ কাল পরশু’। এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অসাধারণ অভিনেতা যীশু সেনগুপ্ত। এই ছবিটির নায়িকা এখনো পর্যন্ত স্থির করা হয়নি। এস বি এফ এর তরফ থেকে মহেন্দ্র সোনি জানিয়েছেন এই ছবিটির নায়িকার খোঁজে এখনো চলছে। ছবিটি প্রথম পোস্টার দেখেই মনে হচ্ছে এই ছবিটিতে ভালোবাসার মধ্যে দিয়ে টাইম জার্নি আমরা দেখতে পাব অর্থাৎ এই ছবিতে তিন প্রজন্মের ভালোবাসার গল্প দেখা যাবে বলে মনে হচ্ছে। আগামি ১৫ ই আগস্ট প্রতিম বি গুপ্তের পরিচালনায় ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ছবিটি মুক্তি পাবে যার নিয়ে দর্শকদের মাঝে প্রবল উৎসাহ রয়েছে। এই ছবিটিতে শান্তি লাল এর ভূমিকায় বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছেন এবং নায়িকার চরিত্রে পাওলি দাম অভিনয় করেছেন। এই ছবিটির গান এবং ট্রেলার দর্শকদের বিপুল ভালোবাসা ও ছাড়া পেয়েছে এবং ছবিটি দেখার জন্য দর্শক মুখিয়ে রয়েছে।
Subscribe
Login
0 Comments