‘হৃদ মাঝারে’ কথাটা শুনলে আপনাদের প্রথমে কি মনে পড়ে? সেই বিখ্যাত গানটি তো? কিন্তু সেই বিখ্যাত গানটি সাথে এই নামটির কি কোন সাযুজ্য আছে? আছে কিংবা নেই সেটা সময়ই বলবে। এখন যেটা বলার সেটা হল পরিচালক রজত সাহার আগামী ছবি ‘হৃদ মাঝারে’।
বহু প্রতিক্ষার পর শেষমেষ স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘হৃদ মাঝারে’ এর পোস্টার মুক্তি পেয়েছে।
খুব জানতে ইচ্ছে করছে না ছবিটির গল্পের বিষয়বস্তু কি? আমারও ঠিক একই অবস্থা। পরিচালক রজত সাহার কাছে এই ছবিটির গল্প সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান এই গল্পটি মূলত প্রাপ্তবয়স্ক একটিমেয়ে একটি ছেলের। ছেলেটি চরিত্রের নাম আয়ুশ এবং মেয়েটির চরিত্রের নাম নিধি। নিধি কে দেখতে আয়ুশ এবং তার বাড়ির লোকজন আসেন। এরপর নিধি এবং আয়ুশের মধ্যে সম্পর্ক আদৌও গড়ে ওঠে কিনা কিংবা হৃদমাঝারে অর্থাৎ নিধির হৃদয়ে আয়ুশ আদৌও নিজের ছোট্ট জায়গা করে নিতে পারে কিনা সেটিই এই গল্পটি থেকে জানা যাবে। এর থেকে বেশি তিনি আর কিছু জানাতে চাননি।

তবে এই ছবিটির পোস্টার দেখে দর্শকদের মধ্যে যে আগ্রহ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
এই ছবিটিতে নিধির চরিত্র অভিনয় করেছেন লহরী চক্রবর্তী এবং আয়ুশের এর চরিত্রে অভিনয় করেছেন ডিউক বসু।
এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক রজত সাহা নিজেই এবং ছবিটির সম্পাদনা ও তিনি নিজেই করেছেন।
এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রযোজনা করেছেন কে এস এস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
এই ছবিটির চিত্রগ্রহণ করেছেন সায়ন চন্দ। এই ছবিটির আবহসংগীত পরিচালনা করেছেন শ্রীমান-সুনিত। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির ব্যবস্থাপনা করেছেন অনিমেষ চক্রবর্তী। এই ছবিটির সহ পরিচালনা করেছেন কুনাল চক্রবর্তী।

এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির লাইন প্রডিউস করেছে ‘ওয়ান লাভ মিডিয়া’ এবং ‘ইউনিফাইড’।