পরিচালক সৈকত দাস নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘প্রশ্ন’ নামক একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি আমাদের সামনে আনতে চলেছেন। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির ট্রেলার খুব শীঘ্রই মুক্তি পাবে।
এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটিতে অভিনয় করেছেন পরিচালক স্বয়ং,সুমন নায়েক এবং আরো অনেকে। এই ছবিটির মেকাপের দায়িত্বে ছিলেন অমিত বসু এবং ক্যামেরার দায়িত্ব সামলেছেন আশিষ রায় চৌধুরী।এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটিতে আজাদহীন ফৌজ এর একটি গানকে নতুন রূপে আমরা আবার শুনতে এবং দেখতে পাবো।
নেতাজি অনুরাগী, নেতাজি গবেষক যারা ভারত তথা সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন তাদেরকে পরিচালক এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। বিশ্ববরেণ্য নেতাজির অন্তর্ধান এবং তার জীবন নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি দর্শকের সামনে পুনরায় আরেকবার তুলে ধরেছেন পরিচালক ‘প্রশ্ন’ নামক স্বল্প দৈর্ঘ্যের ছবিটির মধ্যে দিয়ে। পরিচালক সৈকত দাস নেতাজি সংক্রান্ত বিভিন্ন বই, নেতাজি গবেষক ও ইতিহাসবিদদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যা তার এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি নির্মাণ করতে সাহায্য করেছে। তিনি ব্যক্তিগতভাবেও নেতাজি সংক্রান্ত বই, নথিপত্র মূল্যায়ন করেছেন।
পরিচালক সৈকত দাস এর ‘প্রশ্ন’ নামক স্বল্পদৈর্ঘ্যের ছবিটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে।