পরিচালক সঞ্জয় গুপ্তর পরবর্তী ছবি ‘মুম্বাই সাগা’। এই ছবিতে অভিনয় করবেন জন আব্রাহাম, ইমরান হাশমি, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, প্রতীক বাব্বর, গুলশন গ্রোভার, রোহিত রায়,সমীর সোনি আমল গুপ্তে। এই ছবিটি প্রযোজনা করবেন ভুষণ কুমার কৃষ্ণ কুমার অনুরাধা গুপ্তা এবং সঙ্গীতা আহির। মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের উত্থান ও তার সঙ্গে রাজনৈতিক সমীকরণ, ক্ষমতার মেরুকরণ এই সমস্ত আন্ডারওয়ার্ল্ড ডনদের প্রভাব প্রতিপত্তি কিভাবে বিস্তার লাভ করে এই ছবিটির মধ্যে জানা যাবে। এই ছবিটি আগামী বছর ১৯ শে জুন মুক্তি পাবে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা নিজেই।
Subscribe
Login
0 Comments