পরিচালক শুভম দত্তের আগামী ছবি ‘হ্যাপি এন্ডিং’ এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। এই ছবিটিতে অভিনয় করেছেন শুভজিৎ দাস, সুদীপ্ত ঘোষ, নম্রতা ভট্টাচার্য্য এবং পরিচালক শুভম দত্ত নিজে। এই ছবিটি মূলত চার বন্ধুর গল্প । তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, রাগ অভিমান আমরা এই ছবিটির মধ্য দিয়ে দেখতে পাবো। এই ছবিটিতে প্রথমে তিন বন্ধু পাহাড়ে ঘুরতে আসে পরে অপর এক বন্ধু সেখানে আসে। তাদের মধ্যে অতীতের ভুল-বোঝাবুঝি তিক্ততা কাটিয়ে তাদের সম্পর্ক কিভাবে ভালো হয় তাদের ভুল বুঝাবুঝির কিভাবে মিটে যায় তা আমরা এই ছবিটির মধ্যে দিয়ে জানতে পারবো।
এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ঘোষ। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন তমালিকা চৌধুরী এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন রাজ দীপ দাসগুপ্ত। এই ছবিটিতে নম্রতা ভট্টাচার্য্য একটি গান গেয়েছেন। তিনি এর পূর্বেও শুভম দত্তের বেশ কিছু ছবিতে গান গেয়েছেন এবং অন্যান্য বেশকিছু ছবিতে গান গেয়েছেন।
এই ছবিটির আউটডোর শুটিং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়, ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে হয়েছে। এই ছবিটি 25 শে জুন ‘উল্লাস’ ওটিটি অ্যাপে স্ট্রিমিং হবে।