পরিচালক সুমন ঘোষের ছবি আধার এর প্রিমিয়ার চব্বিশতম বুসান চলচ্চিত্র উৎসবে হবে। এই ছবিটিতে অভিনয় করেছেন বিনীত কুমার, রঘুবীর যাদব, সৌরভ শুক্লা, পৃথিবী, সঞ্জয় মিশ্র। এই ছবিটির গল্প লিখেছেন সুমন ঘোষ এবং চিত্রনাট্য নির্মাণ করেছেন সুমন ঘোষ এবং অমিতোষ নাগপাল। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। এই ছবিটির প্রযোজনা করেছেন মনিশ মুন্দ্রা। দৃশ্যম ফিল্মস এবং জিও স্টুডিওস এর মাধ্যমে এই ছবিটি মুক্তি পাবে। এই ছবিটি বুসান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।
Subscribe
Login
0 Comments