পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর পরবর্তী ছবির নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’

পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর পরবর্তী ছবির নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই বছরের ১২ই এপ্রিল পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ছবি মুক্তি পেয়েছিল। এই ছবিটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে ছবিটি নির্মিত হয়েছিল। রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে এই ছবিটিকে ঘিরে। এই ছবিটি সমালোচক এবং দর্শকদের মনে দাগ কাটে এবং ছবিটি বেশ কয়েকটি হলে প্রায় ১০০ দিন ধরে চলে। ছবিটিতে বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিনা পারিশ্রমিকে এ অভিনয় করেছিলেন। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর আগামী ছবিটির বিষয় কাশ্মীরি হিন্দুদের ওপর যে সর্বাধিক ভয়াবহ রোমহর্ষক গণহত্যা হয়েছিল তা নিয়ে। দীর্ঘদিন ধরে কাশ্মীরে হিন্দু পন্ডিত দের উপর অত্যাচার করা হয় এবং কাশ্মীর থেকে তাদেরকে বিতাড়িত করা হয় এ নিয়েই বিবেকের পরবর্তী ছবি। এই ছবিটির কলাকুশলী দের সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এই ছবিটি আগামী বছর স্বাধীনতা দিবস উপলক্ষে আগস্ট মাসে মুক্তি পাবে। এই ছবিটি নিয়ে দর্শকদের মনে প্রবল উৎসাহ দেখা দেখা দেবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x