প্রতিভাবান অভিনেত্রী দিশা পাটানি যার কত ছবি বাগি টু এবং ভর বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে তার কাজের প্রতি নিষ্ঠা দেখে সকলেই তার প্রশংসা করত। বেশ কয়েকদিন ধরেই দিশা তার আগামী ছবির শুটিং সেটে বায়নাক্কা দেখাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তার এই বাঁড়া না কার মাত্রা এতটাই বেড়ে গেছে যে প্রযোজক তার উপর প্রচন্ড ক্ষুদ্ধ হয়েছে। কিন্তু দিশা পাটানির কেন এমন হলো তা নিয়ে সকলের মনের দ্বন্দ্ব রয়েছে। কারণ দিশা গত ছবি ভারতে আঘাত পাওয়া সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা ধরে শ্যুটিং করে গেছেন বিশ্রাম না নিয়ে। তিনি তার প্রত্যেকটি ছবিতে খুবই নিষ্ঠার সঙ্গে কাজ করতেন কিন্তু সফলতায় কি তার এই বায়না কর কারণ তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলিউড মহল।
Subscribe
Login
0 Comments