জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী দিব্যা দত্তের পরবর্তী ছবি ‘মিরর ও মিরর’। এই ছবিটি মূলত দুটি চরিত্রের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এই ছবিতে দিব্যা দত্তের সঙ্গে অশমিত কুন্দার অভিনয় করবেন। এই ছবিটিতে দুটি ভিন্ন প্রজন্মের দুই চরিত্রের গল্প দেখানো হবে। এই ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডাবাসী পরিচালক মাহি কউর। বর্তমানে দিব্যা দত্তের হাতে ‘শের কোরমা’ছবিটি আছে যেখানে তিনি শাবানা আজমির সঙ্গে অভিনয় করবেন। এছাড়াও তার হাতে অনুভব সিনহার ‘আভি তো পার্টি শুরু হুই হে’ ছবিটি রয়েছে।
Subscribe
Login
0 Comments