ছকভাঙা এক শাশুড়ি এবং বৌমার মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘দত্ত অ্যান্ড বউমা’ শুধুমাত্র কালার্স বাংলায়

আসতে চলেছে নতুন এক মেগা সিরিয়াল ‘দত্ত অ্যান্ড বউমা’। গতানুগতিকতার বিপক্ষে গিয়ে এক নতুন সম্পর্ক তুলে ধরেছে দত্ত অ্যান্ড বউমা। কালার্স বাংলা চ্যানেল এবং ভুট অ্যাপ এ আগামী ৩০শে আগস্ট থেকে প্রতিদিন রাত আটটায় আপনারা দেখতে পাবেন ‘দত্ত অ্যান্ড বউমা’
গতানুগতিক মেগাসিরিয়ালে আমরা দেখতে পাই শাশুড়ি এবং বৌমার মধ্যে তিক্ত সম্পর্ক। তাদের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে বাকবিতণ্ডা, বিদ্বেষ, অভিমান। কালার্স বাংলা মানুষের সম্পর্কের মূল্যায়ন এবং মূল্যবোধ নতুন করে সৃষ্টি করতে তাদের তরফ থেকেই প্রচেষ্টা করেছে
এক বনেদি স্বর্ণ ব্যবসায়ী পরিবারে বিয়ে হয়ে আসবার পর কিভাবে সেই বৌমা সংসার এবং ব্যবসার হাল নিজের হাতে ধরে এই মেগাসিরিয়ালটি দেখলে আপনারা বুঝতে পারবেন। শাশুড়ি এবং বৌমার মধ্যে নিবিড় ভালবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক আপনারা এই ধারা মেগাসিরিয়ালটিতে দেখতে পাবেন
এই মেগাসিরিয়ালটি এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস, আদিত্য বক্সী, পাপিয়া অধিকারী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশিক ব্যানার্জী, স্বস্তিকা ঘোষ।
তিতিক্ষা বহু সেখানে বৌমা চরিত্রে অভিনয় করেছেন এর আগে মডেল হিসেবে পরিচিত মুখ। আদিত্য বক্সী এর আগে বিরসা দাসগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘মাফিয়া’ তে কাজ করেছেন।
পাপিয়া অধিকারী এই মেগাসিরিয়ালটি সোনা মা অর্থাৎ শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন। বেশ অনেক বছর পর তাকে মেগাসিরিয়ালে আমরা দেখতে পাব।

এই মেগা সিরিয়ালটির প্রযোজনা করছেন শশী সুমিত প্রোডাকশন হাউজ
এই মেগাসিরিয়ালটি পরিচালনা করছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং সহ পরিচালনা করছেন মনোজিৎ কর। এই মেগাসিরিয়ালটি ক্যামেরার দায়িত্ব সামলেছেন কিরণময় ভুনিয়া এবং শিল্প নির্দেশনা দিয়েছেন আশিস অধিকারী। এই মেগাসিরিয়ালটি সম্পাদনার দায়িত্ব সামলেছেন দিব্যেন্দু মজুমদার সঙ্গীত পরিচালনা করেছেন দেব জিৎ রায়। শব্দ মিশ্রণে দায়িত্বে ছিলেন দেবজ্যোতি নাগ
সামাজিক মূল্যবোধ সম্পন্ন এবং সদর্থক বার্তাবহ এই মেগাসিরিয়ালটি আপনারা আগামী ৩০ শে আগস্ট থেকে কালার্স বাংলা চ্যানেল অবশ্যই দেখবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x