হিন্দি ছবি “দিব্বুক” (Dybbuk) Review

* Dybbuk Movie Review*
গতকাল ২৯ শে অক্টোবর “অ্যামাজন প্রাইম ভিডিও”( Amazon Prime Video) ওয়েব ওটিটি প্ল্যাটফর্ম এ মুক্তি পায় সুপারন্যাচারাল হরর ছবি “দিব্বুক”(Dybbuk)।
“দিব্বুক”(Dybbuk) ছবিটিতে ইমরান হাশমি স্যাম আইজ্যাক এর চরিত্রে অভিনয় করেছেন। স্যাম আইজ্যাক এর স্ত্রী মাহির চরিত্রে অভিনয় করেছেন নিকিতা দত্ত।


যদি গল্পটির ব্যাপারে সংক্ষেপে বলা হয় তাহলে গল্পটা ঠিক এমন এক নব দম্পতির( স্যাম-মাহি) মুম্বাইতে থাকাকালীন মিসক্যারেজ হয়। স্যাম যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত সেই কাজের সূত্রে তাকে মরিশাস যেতে হয় এবং যেহেতু তার স্ত্রী মাহির মানসিক অবস্থা অতটা ভাল ছিলনা মিসক্যারেজ হওয়ার পর তাই তারা সবকিছু নতুন করে শুরু করবার জন্য মরিশাসে গিয়ে থাকতে শুরু করে। সেখানে থাকতে থাকতে তাদের বাড়িতে একটি প্রাচীন অ্যান্টিক সামগ্রীর দোকান থেকে মাহি একটি ইহুদি বাক্স আসে। এই বাক্সটি সেই বাড়িতে আসার পর সেই মাহি বাক্সটি খোলে। বাক্সটি খোলার পর থেকে সেই বাড়িতে নানা অদ্ভুত ধরণের ঘটনা ঘটতে থাকে সঙ্গে স্যাম-মাহির সঙ্গে।স্যাম-মাহি ভৌতিক ও অলৌকিক এইসব ঘটনার মোকাবিলা কীভাবে করবে এবং শেষ পরিনিতি কি হবে তা জানবার জন্য আপনাকে এই সুপারন্যাচারাল হরর ছবিটি দেখতে হবে।


“দিব্বুক”(Dybbuk) এই সুপারন্যাচারাল হরর ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি, নিকিতা দত্ত, মানব কৌল, ডেনজিল স্মিথ, দর্শনা বণিক, অনিল জর্জ, ইমাদ শাহ, গৌরব শর্মা প্রমূখ।
এই ছবিটির সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে এর চিত্রনাট্য। এই ছবিটির চিত্রনাট্য যদি আরেকটু ভালো হতো তাহলে এই ছবিটি দেখে দর্শকের আগ্রহ আরো বাড়তো। এই ছবিটি 2017 তে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি “এজরা”(Ezra)র রিমেক।


“দিব্বুক”(Dybbuk) ছবিটি পরিচালনা করেছেন জয় কৃষ্ণণ।
দিব্বুক”(Dybbuk) ছবিটি আপনারা একবার দেখতেই পারেন। তবে ছবি থেকে আপনি যদি বিশাল কিছু আশা করেন তাহলে আপনি হতাশ হবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x