গিপি গ্রেওয়াল অভিনীত ‘এক সান্ধু হুন্ডা সি’ ছবির প্রথম লুক পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গ্ৰিপি গ্রেওয়াল এবং নেহা শর্মা। এই ছবিটি চিত্রনাট্য লিখেছেন জ্যাস গ্রেওয়াল। এই ছবিটি পরিচালনা করেছেন রাকেশ মেহোতা। এই ছবিটি আগামী একুশে ফেব্রুয়ারি ২০২০ তে মুক্তি পাবে। এই ছবিটি প্রযোজনা করেছেন বালি সিং কাক্কার।
Subscribe
Login
0 Comments