“৫১নয়, এক অন্ন” “একান্নবর্তী” এই নভেম্বরে।
পরিচালক মৈনাক ভৌমিক ফিরছেন একটি সুন্দর পারিবারিক ছবি নিয়ে। ছবিটির নাম “একান্নবর্তী”। “একান্নবর্তী” ছবিটির অফিশিয়াল পোস্টার আজ মুক্তি পায়। নামটির মধ্য থেকেই বুঝতে পারছেন ছবিটি মূলত একান্নবর্তী পরিবারের গল্প। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ছবিটি খুবই প্রাসঙ্গিক তার কারণ বর্তমানে কলকাতা শহরে একান্নবর্তী পরিবার খুব একটা দেখা যায়না। সামাজিক, অর্থনৈতিক ও নানা কারণে সকলেই ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে থাকা শুরু করেছে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের বিষয় নিয়ে ছবি নির্মাণ করার প্রাসঙ্গিকতা খুবই সময়পোযোগী। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অলকানন্দা রায়, অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র, অনন্যা সেন, কৌশিক সেন এবং অন্যান্যরা।
চিত্রনাট্য লিখেছেন পরিচালক মৈনাক ভৌমিক এবং সহ-চিত্রনাট্যকার অরিত্র সেনগুপ্ত।
“একান্নবর্তী” ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রসেন মুখার্জী এবং আবহসংগীত পরিচালনা করেছেন স্যাভি।
এই ছবিটির সম্পাদনা করেছেন সুমিত চৌধুরী এবং শিল্প নির্দেশনা দিয়েছেন তপন কুমার শেঠ।
এই দুর্গাপুজোয় “একান্নবর্তী” ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা নভেম্বর মাসেই মুক্তি পাবে।সিনে প্রেমীদের মধ্যে খুবই উৎসাহ থাকবে বিশেষ করে যারা মৈনাক ভৌমিকের ছবি দেখতে পছন্দ করেন।
“একান্নবর্তী” ছবিটি প্রযোজনা করছেন “শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড” এর কর্ণধার শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি এবং সহ প্রযোজনা করছেন অভিষেক দাগা।